১৮ জুন : বছরের ১৭০ তম দিন (অধিবর্ষে)
১৪২৯: জোয়ান ডি আর্কের নেতৃত্বে ফরাশী বাহিনী স্যার জন ফাস্টল্ফের নেতৃত্বাধীন ইংরেজ বাহিনীকে পাট্যায় এর যুদ্ধে পরাজিত করে।
১৫৭৬: রানা প্রতাপ ও সম্রাট আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ শুরু হয়।
১৮১২: মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮১৫: ওয়াটার লু’র যুদ্ধে নেপোলিয়ন ইংরেজ ও জার্মানদের মিলিত বাহিনীর ডিউক অব ওয়েলিংটনের কাছে চুড়ান্তভাবে পরাজিত হন।
১৯১৩: মাসিক সাহিত্য পত্রিকা ‘ভারতবর্ষ’ প্রকাশিত হয়।
১৯৪৪: সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ বৃটিশদের হাত থেকে মুক্তির সংগ্রাম শুরু করে।
১৯৫৩: ১৯৫২ সালের বিপ্লবের ফলে মোহাম্মদ আলী রাজবংশের পতন ঘটে, এবং প্রজাতন্ত্র ঘোষিত হয়।
জন্ম:
১৯২০: ইংরেজ সংগীত তারকা, বিটলসের সদস্য পল ম্যাককার্টনির জন্ম।
মৃত্যু:
১৯৩৬: রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কি’র মৃত্যু।
২০০২: বাংলাদেশী শিক্ষাবিদ নীলিমা ইব্রাহীমের মৃত্যু।
২০১০: নোবেল বিজয়ী পর্তুগীজ ভাষার সাহিত্যিক হোসে সারামাগো মৃত্যুবরণ করেন।
আজ:
সিচেলেস-এ জাতীয় দিবস।