বট গাছ কাটা হবে আর গুজব উঠবেনা তা কি হয়!

1111

গাজী নাদিম মাহমুদ,নিউজ৩৯ঃ বট গাছ কাটা হবে আর গুজব উঠবেনা তা কি হয়! দোহারের মুকসুদপুরে পদ্মা কলেজের পূর্বপাশে অবস্থিত অর্ধশত বছরের পুরানো বট গাছ –কে কেন্দ্র করে বিস্তৃত হয়েছে গুজবের ডালপালা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস গাছটি কাটার  সময় নাকি ২ টি শিব মূর্তি ভেসে উঠেছে। আর এই গুজব কে কেন্দ্র করে সেখানে চলছে পূজা-অর্চনা। আর এই গুজবকে কেন্দ্র করে জমছে মানুষের জটলা।

এই ব্যাপারে স্থানীয় সনাতন ধর্মালম্বী শ্রীবাস বৈদ্য নিউজ৩৯কে জানান, অনেকদিন আগে এখানে হিন্দুদের কালি মন্দির ছিল এবং প্রতিদিন সকালে তারা পূজা করতেন প্রায় এক যুগ  আগে এ মন্দিরের স্থান পরিবর্তন করে নিয়ে যাওয়া হয়েছে গোড়াবন মোড়ে।

এই ব্যাপারে জানতে চাইলে উদ্ভিদ বিজ্ঞানী গাজী আসমত নিউজ৩৯ কে জানান, গাছের প্রস্বেদন ও রেচন প্রক্রিয়ার এটি একটি স্বাভাবিক ঘটনা। এছাড়া গাছ কাটার কারণে তার তরুক্ষীর টিস্যুর অতিরিক্ত ক্ষরণে এই ধরনের ঘটনা ঘটেছে। এটি একটি স্বাভাবিক, প্রাকৃতিক ঘটনা। এখানে অতিরহস্যময়তা বা অতিপ্রাকৃত ঘটনা বলে কিছু নেই।

আপনার মতামত দিন