নিরাপদ ও আধুনিক দোহার-নবাবগঞ্জ গড়াই আমার লক্ষ্য : সালমা ইসলাম

413
সালমা ইসলাম

দোহার ও নবাবগঞ্জে চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

রোববার বিকালে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের শংকরদিয়া স্কুল মাঠে জাতীয় পার্টি আয়োজিত কর্মী সভা ও যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও আধুনিক বাসযোগ্য দোহার-নবাবগঞ্জ গড়তে চাই। এ জন্য এ এলাকার মানুষের সহযোগিতা প্রয়োজন। আপনারা জানেন আমার সময়ে দোহার-নবাবগঞ্জবাসী শান্তিতে বসবাস করছেন। কারও বাড়িঘর দখল, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা নেই। আপনারা সুযোগ দিলে অসমাপ্ত যে কাজ আছে তা সমাপ্ত করব। ইনশাআল্লাহ দোহার-নবাবগঞ্জকে ঢেলে সাজাব। আমাদের এ জনপদ হবে সারা দেশের মধ্যে নিরাপদ ও উন্নয়নের মডেল।’ তিনি বলেন, ‘দোহার-নবাবগঞ্জের পশ্চিম অঞ্চল উন্নয়নবঞ্চিত ছিল। ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও কেউ কাজ করেনি। কিন্তু আমি কথা দিচ্ছি এই এলাকা আর পিছিয়ে থাকবে না।’

সালমা ইসলাম বলেন, ‘দোহার নবাবগঞ্জ, কেরানীগঞ্জ ও শ্রীনগর সড়ককে মহাসড়কে উন্নীত করার জন্য একনেকের সভায় ৪৬৯ কোটি টাকা বরাদ্দ করিয়েছি। আপনারা ঐক্যবদ্ধ থাকলে এ অঞ্চলের উন্নয়নকে কোনো অপশক্তি বাধাগ্রস্ত করতে পারবে না।’

অন্য খবর  মোটরসাইকেল চালক হত্যার দেড় বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

এ সময় সালমা ইসলাম জয়কৃষ্ণপুরের কাশিয়াখালী বেড়িবাঁধে স­–ইসগেট, আশ্রয়ণ কেন্দ্র ও স্কুল-কলেজের ভবন নির্মাণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘গত চার বছরে এ এলাকার যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতার ৪৬ বছরেও হয়নি।’ অনুষ্ঠানে জালাল উদ্দিন, আবুল কালাম ও শামীম হোসেনের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তিন শতাধিক নেতাকর্মী সালমা ইসলাম এমপির হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, জাতীয় পার্টি ঢাকা জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন দিলু প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন