দোহারে আওয়ামী লীগের আনন্দ র‍্যালি

197

বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতিতে আনন্দ র্যালি ও আলোচনাসভা করেছে ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে দোহার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে র্যালি বের করা হয়। র্যালিটি জয়পাড়া রতন স্বাধীনতা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ফটকে এসে শেষ হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল আলোচনাসভায় সভাপতিত্ব করেন। এতে অংশ নেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি নির্মল রঞ্জন গুহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সাংগঠনিক সম্পাদক ও দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ আনারকলি পুতুল, উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন,  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব শরীফ প্রমুখ।

আপনার মতামত দিন