দোহার উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা ও জয়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আক্কেল আলী চেয়ারম্যানের ছোট ভাই শেখ বোরহান উদ্দিন কাল রাত ৯টার সময় নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিলাহী অ ইন্নাল্লিলাহী রাজীউন। শেখ বোরহান উদ্দিন দোহার উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আনারকলী পুতুলের ছোট চাচা।
জয়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্কেল আলী চেয়ারম্যানের ছোট ভাই হিসাবেও তার ছিল একটি আলাদা পরিচিতি। তিনি ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটির সহ সভাপতি হিসাবে তার নাম প্রস্তাব করেছিল ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আব্দুল মান্নান খান, বাবু নির্মল রঞ্জন গুহসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
আপনার মতামত দিন