ঢাকার নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ চৌকিঘাটা গ্রাম থেকে নোংরা ও অস্বা¯’্যকর পরিবেশে নাটোরের বিখ্যাত কাচা গোল্লা ও নিলয় মিল্ক টফি নামে নকল চকলেট তৈরীর অপরাধে বাসুদেব সাহা (৫২) ও নিটু সাহা (৫০) নামে দুই ভাইকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তারা ঐ গ্রামের মৃত মহাদেব সন্যাসীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার দক্ষিণ চৌকিঘাটা গ্রামে অভিযান চালিয়ে বাসু ও নিটু আটক করে পুলিশ। পরে দুপুর ২ টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ১ লক্ষ টাকা করে দুজনকে ২ লক্ষ টাকা জরিমানা করে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, উপজেলা আইন শৃংখলা উন্নয়ন কমিটির সভায় নিলয় ফুড প্রোডাক্টস নামের নকল শিশু খাদ্য তৈরীর কারখানার বিষয় অলোচনা হয়। তার প্রেক্ষিতে তাদেরকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা আটক করে আদালতে হাজির করে, পরে তাদের জরিমানা করা হয় এবং নকল খাদ্য পণ্য আগুনে পুড়িয়ে ফেলা হয়।