নয়নশ্রীতে স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্টিত

328
নয়নশ্রীতে স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্টিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে তাশুল্যা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ।এই সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পলাশ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে বাবু নির্মল রঞ্জন গুহ বলেন, বিএনপি জামায়াত বর্তমান সরকারের কোন উন্নয়ন কর্মকাণ্ডই চোখে দেখে না। তারা শুধু সরকারের দোষ খুঁজে বেড়ায়। রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি ও জামায়াত দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে সুযোগ নিতে চেয়েছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারনে তাদের সেই আশা পুরন হয় নি।

এর আগে সম্মেলনের উদ্ভোদন করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব ব্যাপারী।

এই সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারন সম্পাদক মোঃ জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুরুজ আলম, রাহুল দাশ।

সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক দেলোয়ার কবির, ঢাকা জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক হুমায়ন কবির।

আপনার মতামত দিন