দোহারে পদ্মায় ডুবে আলতাফ চোকদারের মৃত্যু

307

দোহারের বিলাসপুরের পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে দোহার উপজেলা প্রজন্মলীগের সাধারন সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আলতাফ চোকদারের মৃত্যু হয়েছে। আলতাফ চোকদার দোহার উপজেলা য়াওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাশার চোকদারের ভাই, বিলাশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাশেদ চোকদার ও  বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হুকুম আলী চোকদারের ভাতিজা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে ৪/৫ জন সহযোগী নিয়ে উপজেলার বিলাসপুর পদ্মা নদীতে মাছ ধরতে যান আলতাফ। বৈরি আবাহাওয়ার কারনে নদী কিছুটা উত্তাল থাকায় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এসময় তার সাথে থাকা সহযোগীরা সাঁতরে তীর উঠতে সক্ষম হলে নদীতে ডুবে যায় আলতাফ চোকদার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত দিন