দূর্গাপূজা উপলক্ষে আগলায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

481

শারদীয় দূর্গা পূজা-২০১৭ উপলক্ষে নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় গালিমপুর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. আব্দুর রাশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, ঢাকা জেলা পরিসদের সদস্য সাইফুল ইসলাম, আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ হোসেন, চুড়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জলিল, গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তপন মোল্লা। এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।

এ সময় পূজা সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে পালন করা বিষয়ে নানাবিধ আলোচনা করা হয়।

আপনার মতামত দিন