নবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

407

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউপির দিঘিরপাড় খালপাড় এলাকায় সোমবার সকালে আব্দুল মান্নান ভূইয়া (৪৫) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয় বলে জানা গেছে। সে খালপাড় গ্রামের লালমদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানায়, মান্নান সকাল ৮ টায় গবাদী পশুর জন্য আড়িয়াল বিল সংলগ্ন এলাকায় ঘাস কাটতে গেলে বৈরী আবহাওয়ায় হঠাৎ বজ্রপাতের সূত্রপাত হলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষনা দেন।বাদ আসর  জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

নবাবগঞ্জ থানার উপপরির্দশক (এস.আই) মো. সুজন বলেন, বজ্রপাতের মৃত্যুর বিষয়  আমাদের কেউ বলে নি। ঘটনা স্থল পরির্দশে পুলিশ পাঠানো হচ্ছে।

আপনার মতামত দিন