শ্রীনগরে সনাতন ধর্মীয় শ্রী শ্রী ঐতিয্যবাহী উল্টোরথ যাত্রা সম্পন্ন হয়েছে । সোমবার দুপুরে উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্ঠান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ সনাতন ধর্ম অনুসারীরা এই রথযাত্রার র্যালীতে অংশগ্রহন করেন। উল্লেখ্য গত রবিবার রথটিকে শ্রীনগর কেন্দ্রীয় শম্মানঘাট সংলগ্ন শ্রী শ্রী জগন্ন্াথ দেবের মন্দির থেকে দেউলভোগ শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ৭ দিন ব্যাপী নামকির্ত্তন ও ভোগ আরথী সহ ধর্মীয় রীতি অনুসারে পুজারীরা জগন্নাথ দেবের আরাধনা শেষে আজ দুপুরে রথটিকে পুনরায় সুসজ্জিত করে জগন্নাথ দেবের মন্দিরে প্রাঙ্গনে নিয়ে আসা হয়। পরিশেষে রথযাত্রায় অংশগ্রহণ কারীদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।
আপনার মতামত দিন