বাংলাদেশের অনলাইন ক্লাসিফাইড বিজ্ঞাপনের সাইট এখানেই ডটকম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়েভিত্তিক প্রতিষ্ঠান টেলিনর। প্রতিষ্ঠানটি ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, টেকসই এবং কাঙ্খিত লাভজনক ব্যবসায় রুপান্তর করতে না পারায় মালিকপক্ষ (টেলিনর, শিবস্টেড ও নাসপার) এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
২০১৩ সালে এএনটির ৫০ শতাংশ মালিকান নিয়ে অনলাইন ক্লাসিফাইড মার্কেটে প্রবেশ করে টেলিনর। এছাড়া ৭০১ সার্চ এ ৩৩ দশমিক ৩৩ শতাংশ মালিকানা নেয়। ২০১৫ সালে বাংলাদেশসহ চারটি দেশে নাসপারের সঙ্গে যৌথ বিনিযোগ করে তারা।
টেলিনরের ঘোষণাআগামীকাল বুধবার (১৭ মে) থেকে এখানেই ডটকম বন্ধ হয়ে যাবে।তবে প্রতিষ্ঠানের কর্মীদের বিষয়টি নীতিমালা অনুযায়ী দেখা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার টেলিনর ঘোষণা দিয়েছিলো যে তারা শিবস্টেডের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। সেই ধারাতেই লাতিন আমেরিকায় এসএনটি ও মালয়েশিয়া, ভিয়েতনাম ও মিয়ানমারে ৭০১ সার্চ এর যৌথ বিনিয়োগ থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি।