নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী নিহত

401

নবাবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পুষ্ট হয়ে সূর্য হালদার (৫৫) নামে এক মৎস ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত সূর্য হালদার উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ছোট তাশুল্লা বাংলাবাজার গ্রামের বিন্দু হালদারের ছেলে। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সূর্য হালদার পুকুরে ডুবানো নৌকা উঠাচ্ছিল। এ সময় পুকুরের পাশে রাস্তা দিয়ে নসিমন গাড়ি যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুটিতে ধাক্কা লাগে। বৈদ্যুতিক তার ছিঁড়ে পানিতে পড়ে গেলে সূর্য হালদার বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আলমগীর হোসেন বলেন, খবর পাওয়া মাত্র বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত দিন