২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পাসের হারসংক্রান্ত তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এ ছাড়া মাদ্রাসা বোর্ডে (দাখিল) পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ। কারিগরি বোর্ডে (ভকেশনাল) পাসের হার ৭৮ দশমিক ৬৯ শতাংশ। আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
দোহারের বিদ্যালয়গুলির মধ্যে সবচে’ ভাল ফলাফল করেছে নারিশা উচ্চ বিদ্যালয়, পাশের হার ৯৫.৫৬%, এর পর রয়েছে নারিশা বালিকা বিদ্যালয়, পাশের হার ৮৪.১৭%। সবচে’ বেশি পরীক্ষার্থী ছিল বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে, ২১০ জন, পাশ করেছে সর্বাধিক সংখ্যক ১৬৯ জন।
মাদ্রাসা বোর্ডের অধীনে জয়পাড়া আলিয়া মাদ্রাসার পাশের হার শতভাগ, এই মাদ্রাসায় ৪৩ জন ছাত্রের সবাই পাশ করেছে।
বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী | ১৩২ |
পাস | ৭৩ |
পাসের হার | ৫৫.৩০% |
জিপিএ ৫ | ১ |
বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়
পরীক্ষার্থী | ২১০ |
পাস | ১৬৯ |
পাসের হার | ৮০.০৫% |
জিপিএ ৫ | ৫ |
এমদাদ আলী হাই স্কুল
পরীক্ষার্থী | ১০০ |
পাস | ৯৩ |
পাসের হার | ৯৩% |
জিপিএ ৫ | ১৩ |
ফ্যামস ইন্টারন্যাশনাল স্কুল
পরীক্ষার্থী | ২৭ |
পাস | ২০ |
পাসের হার | ৭৪.০৭% |
জিপিএ ৫ | ০ |
ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী | ১২৩ |
পাস | ৭৯ |
পাসের হার | ৬৪.২৩% |
জিপিএ ৫ | ০ |
ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী | ১২৯ |
পাস | ১২০ |
পাসের হার | ৯৩.০২% |
জিপিএ ৫ | ০ |
জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী | ১৪৮ |
পাস | ১২৬ |
পাসের হার | ৮৫.১৪% |
জিপিএ ৫ | ৫ |
কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী | ১৮২ |
পাস | ১৭১ |
পাসের হার | ৯৩.৯৬% |
জিপিএ ৫ | ৯ |
কার্তিকপুর উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী | ১৫৯ |
পাস | ১১৩ |
পাসের হার | ৭১% |
জিপিএ ৫ | ৩ |
আজাহার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী | ৯২ |
পাস | ৬৪ |
পাসের হার | ৭১.০৭% |
জিপিএ ৫ | ০ |
লটাখোলা উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী | ৪৩ |
পাস | ২৮ |
পাসের হার | ৬৫.১২% |
জিপিএ ৫ | ১ |
মধুরখোলা উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী | ৭৩ |
পাস | ৬৫ |
পাসের হার | ৮৯.০৪% |
জিপিএ ৫ | ১ |
মালিকান্দা মেঘুলা উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী | ১৩৫ |
পাস | ১১০ |
পাসের হার | ৮১.৪৮% |
জিপিএ ৫ | ৫ |
মুকসুদপুর উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী | ৪৪ |
পাস | ৪১ |
পাসের হার | ৯৩.১৮% |
জিপিএ ৫ | ২ |
নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী | ৪৫ |
পাস | ৪৩ |
পাসের হার | ৯৫.৫৬% |
জিপিএ ৫ | ১ |
নারিশা উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী | ১০৩ |
পাস | ৯৭ |
পাসের হার | ৯৪.১৭% |
জিপিএ ৫ | ৩ |
শিলাকোঠা উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী | ৫২ |
পাস | ৪৮ |
পাসের হার | ৯২.৩১% |
জিপিএ ৫ | ১ |
সুতারপাড়া উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী | ৯৫ |
পাস | ৮১ |
পাসের হার | ৮৫.২৬% |
জিপিএ ৫ | ২ |
মাদ্রাসা বোর্ড:
জয়পাড়া আলিয়া মাদ্রাসা
পরীক্ষার্থী | ৪৩ |
পাস | ৪৩ |
পাসের হার | ১০০% |
জিপিএ ৫ | ০ |
মইতপাড়া আলিয়া মাদ্রাসা
পরীক্ষার্থী | ৩৪ |
পাস | ৩২ |
পাসের হার | ৯৪.১১% |
জিপিএ ৫ | ০ |
শাইনপুকুর উচ্চ বিদ্যালয়
পরীক্ষার্থী | ১৫ |
পাস | ১৩ |
পাসের হার | ৮৬.৬৭% |
জিপিএ ৫ | ০ |