দোহারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে মান্নান খান

1029

দোহার উপজেলার পূর্ব লটাখোলা এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়িঘর দেখতে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান। আজ শনিবার দুপুরে নেতাকর্মীদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সদস্যদের সাথে কথা বলে তাদের সান্তনা দেন তিনি। পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্থ সাতটি পরিবারের মাঝে আর্থিক সাহায্য প্রদান করেণ। এসময় দোহার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দোহার উপজেলার পূর্ব লটাখোলা এলাকায় অজয় পালের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ওই বাড়ির সাতটি ঘরে ভাড়া থাকতেন শ্রীবাস হালদার, আনন্দ সুত্রধর, প্রভাস বিশ্বাস, তাপস দাস, মদন বনিক, প্রানবল্লভ হালদার ও সঞ্জয় পাল সহ সাতটি পরিবার। আগুনে সাতটি ঘর, ঘরে থাকা সব জিনিসপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে পড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীদের যৌথ প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।

 

আপনার মতামত দিন