নবাবগঞ্জে শহীদদের স্মরণে পুস্পার্ঘ অর্পণ

627

নবাবগঞ্জ উপজেলায় ভাষা শহীদ স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণ করেছে উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান । গতকাল ২১ শে ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা সদর শহীদ মিনারে প্রথম প্রহরে উপজেলা প্রশাসন বেদীতে পুস্পার্ঘ অর্পণ করেন।

এরপর পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্সপার্টির, আ’লীগ যুবলীগ, ছাত্রলীগ, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন পুস্পার্ঘ অপর্ণ করেন। মাতৃভাষা দিবস উপলক্ষে দোহার-নবাবগঞ্জ কলেজ, নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ, লাইসিয়াম ইন্টার ন্যাশনাল স্কুল সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো দিনব্যাপী সাংস্কৃতি অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

আওয়ামী লীগের পক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সাবেক সংসদ সদস্য খন্দকার হারুনুর রশিদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, জেলা নেতা কাজী শওকত হোসেন, পনিরুজ্জামান তরুণ, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহামেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা শহিদুল্লা দুলাল, কলাকোপা ইউপি চেয়ারম্যান হাজী ইব্রাহীম খলিল, বক্সনগর ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদুদ মিয়া, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন, ঢাকা জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এসএম সাইফুল ইসলাম, রেজাউর রহমান রেজা, শাহ আলম মাস্টার, জালালউদ্দিন রুমি, কৃষক লীগ নেতা মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ, জাহিদার হায়দার উজ্জল, শেখ আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার কবির, আবদুর রাজ্জাক, পলাশ, জাতীয় শ্রমিক লীগের আমির হোসেন কুটি, সেন্টু পত্তদার, দেলয়ার হোসেন আলম, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ইমরান হোসেন, ইকরামু নবী ইমু, আসাদ্দুজ্জামান রনি প্রমুখ। অপরদিকে বিএনপির পক্ষে শ্রদ্ধা জানান হারুনুর রশিদ ওসমানী, খন্দকার আবুল কালাম, রাসেল, পবন মাহমুদ, আমজাদ হোসেন, বিলকিস চৌধুরী, রুমা সুলতানা, সেন্টু মোল্লা প্রমুখ।

অন্য খবর  দোহারে চরম লোডশেডিং; বিদ্যুৎ যাচ্ছে নবাবগঞ্জে

মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে শ্রদ্ধা জানান আবু বকর সিদ্দিকী, আবদুল মজিদসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা। এ ছাড়া কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

 

 

 

আপনার মতামত দিন