বেসরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এর আওতায় সর্বনিম্ন প্যাকেজের মূল্য ৩ লাখ ১৯ হাজার টাকা ও সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে ভিক্টরি হোটেলের কনফারেন্স কক্ষে হাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করা হয়।
হাব সভাপতি ইব্রাহিম বাহার জানান, বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর ১ লাখ ১৭ হাজার হজ গমনেচ্ছুকে হজে পাঠাবে বিভিন্ন এজেন্সি। একজন হজ গমনেচ্ছু সর্বনিম্ন ৩ লাখ ১৯ হাজার টাকার প্যাকেজে হজে যেতে পারবেন।
বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় অন্যান্য প্যাকেজের মূল্য নির্ধারিত হবে। এক্ষেত্রে সর্বোচ্চ প্যাকেজের মূল্য ১৫ লাখ টাকাও হতে পারে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে হাব মহাসচিব শেখ আবদুল্লাহ, সহ-সভাপতি ফরিদউদ্দিন আহমেদ মজুমদার, অর্থ-সম্পাদক ফজলুল ওহাব মামুন উপস্থিত ছিলেন।
হাব সভাপতি জানান, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি ব্যবস্থাপনার প্রাক নিবন্ধন শুরু হবে।
উল্লেখ্য, গত বছর ৪০ হাজারেরও বেশি হজ গমনেচ্ছু প্রাক-নিবন্ধন করলেও হজে যেতে পারেননি। তারা এবার প্রথমে সুযোগ পাবেন।