নবাবগঞ্জে পিঠা উৎসব পালিত

647
নবাবগঞ্জে পিঠা উৎসব পালিত

 

নবাবগঞ্জের মাঝিরকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে পিঠা উৎসব পালিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. শাকিল আহমেদ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

 

বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি মো. নাসির উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান শেখ হান্নান উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ।

 

উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ পান্নু, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মোসলেম উদ্দিন, বান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জল, নবাবগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক খালিদ হোসেন সুমন, দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক জিএস আমীর হোসেন খান বিপ্লব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা, শিক্ষক অমলেস সরকার প্রমূখ। পরে অতিথিবৃন্দ মেলার ১৫টি স্টল ঘুরে দেখেন।

অপরদিকে, বুধবার সকালে নবাবগঞ্জ উপজেলা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিল করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ্আলম, পরিচালনা পরিষদের সদস্য- রফিকুল ইসলাম রয়েল, শহিদুল ইসলাম শাহীন, মাকসুদা বেগম প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন