ঝনকী-শিমুলিয়া গ্রামে গভীর রাতে ডাকাতি

430

মো. রাতুল ইসলাম : ঢাকা জেলার দোহার থানার শিমুলিয়া গ্রামে গভীর রাতে এক দল ডাকাত মহড়া দিচ্ছে, এতো এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। গত নয় তারিখ, রবিবার রাত ১.০০ টায় ২০-৩০ জন সদস্যর একদল ডাকাত শিমুলিয়ার কালাম ফকিরের বাড়িতে ডাকাতি করার জন্য ঐ বাড়িতে ঢুকতে চেষ্টা করে কিন্তু বাড়ির লোকজন সজাগ হয়ে যায়, এবং তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ডাকাত দল পালানোর চেষ্টা করে, এবং চলে যাওয়ার সময় তারা দুই-তিন রাউন্ড ফাকা গুলি করে।এতে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়লে সেই সুযোগে পালিয়ে যায় ডাকাত দল। স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাত দল দুই থেকে তিন বার হামলা চালায়, কিন্তু সফল হতে পারে নি ও শেষ পর্যন্ত তারা অন্য এক বাড়িতে ডাকাতি করে চলে যায়।এবং এর কিছুক্ষন পরেই পুলিশের গাড়ি উপস্থিত হয়ে মহরা দিতে থাকে।এই ঘটনার পর ঘুমাতে পারেনি এলাকাবাসী, এবং দোহারের মানুষ রাতে ঘুমাতে ভয় পাচ্ছে।তাই তারা আইনসৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন ।

আপনার মতামত দিন