ঢাকার নবাবগঞ্জে প্রায় চারশত বছরের ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগিতা দেখতে প্রায় ৫০ হাজার দর্শানার্থী আনন্দ উপভোগ করেন। জানা যায়, ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্র খোলা ও উপজেলা নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী গ্রামে শনিবার বিকেলে গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রায় ছোট বড় ৭০ টি গরু প্রতিযোগিতা করেন। স্থানীয় বাসিন্দা আরাফাদ গাজী (৭০) জানায়, প্রায় চার শত বছর আগে নবাবগঞ্জের জমিদাররা এই প্রতিযোগিতা আয়োজন করতেন। তাই সে ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর পৌষের শেষে এই প্রতিযোগিতা স্থানীয়ারা আয়োজন করে যাচ্ছেন।
শ্রীনগর উপজেলার বালুর চক গ্রামের সোনিয়া আক্তার সিমা ও বাবলি আক্তার জানায়, আমরা প্রতিবছর সহপরিবারে এই গরু দৌড় দেখতে আসি এবং আগামী বছরও আসব। গরু প্রতিযোগির মালিক আজার শেখ (৪০) জানায়, হারজিত কোন কথা নয় সবচেয়ে বেশি খুশি হয়েছি প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পেরে।