দোহার – নবাবগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    951

    তারেক রাজীবঃ দোহার – নবাবগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। মঙ্গলবার স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ এর নেতৃত্বে প্রায় পাচ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা মো. আবু কায়সার।
    কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা মো. আবু কায়সার বলেন, দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তাদের শিকড় অনেক গভীরে। তারা একেক নামে, একেক জায়গায় অবস্থান করছে। গুটি কয়েক দেশ বিরোধীদের কাছে সারাদেশের মানুষ জিম্মি হতে পারে না।
    তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নের মহাসড়কে আছি। বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়ন এক ও অভিন্ন। তার দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ‘আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকলে দেশে দরিদ্র লোক বলে কিছু থাকবে না’ ।


    স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, আজ মানুষের পাশে দাড়াবার দিন। আজ সকলে এক হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার দিন। দোহার – নবাবগঞ্জে উন্নয়নের যে স্রোতধারা বইছে তা প্রবাহমান রাখতে ও বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে আমরা স্বেচ্ছাসেবকলীগের সবাই নেত্রীর নেতৃত্বে জনগণের পাশে আছি সবসময়।
    স্থানীয় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের আহ্বায়ক শশাঙ্কভূষন চৌধূরী অনুষ্ঠানের আয়োজন করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী, মানবাধিকার বিষয়ক সম্পাদক মানিক ঘোষ, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজামান তরুন, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক সুরুজ আলম, নবাবগঞ্জ উপজেলা সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ সদস্য রাহুল দাস,  ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহাবুব বেপারী, জেলা স্বেচ্ছাসেবকলীগ  নেতা মইনুল হক পিলু, স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য জাফর ইকবাল লাভলু, নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূরে আলম, কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি- পলাশ চৌধুরী, বাসার চোকদার, দেলোয়ার কবির, সুজন বাবু, দিলীপ কুমার মন্ডল, মো. পলাশ, শেখ নয়ন আলী, মুরাদ খান, শেখ শামীম, ছাত্রলীগ নেতা হাবিব বেপারী প্রমূখ।

    অন্য খবর  দোহার নবাবগঞ্জের বেকারিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যদ্রব্য

    আপনার মতামত দিন