মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর ২টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের তেজখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে তেজখালি গ্রামে ওই স্পটে মাওয়াগামী আরাম পরিবহন ও ঢাকাগামী গোধুলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আরাম পরিবহনের বাসটি রাস্তা থেকে ছিটকে পাশে পড়ে যায়। ফলে এর তিন পুরুষ যাত্রী নিহত হন। এছাড়া দুই বাসের অন্তত ৩০ জন আহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি, তবে তাদের বাড়ী কাঠালবাড়ী বলে জানা গেছে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে নেয়া হয়। এদের মধ্যে প্রায় ১০জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর থানার ওসি সাহিদুর রহমান জানান, এ দুর্ঘটনায় প্রায় ৪০ মিনিট রাস্তা বন্ধ ছিল। এখন রাস্তা যান চলাচলের জন্য স্বাভাবিক করে দেয়া হয়েছে।