প্রথমবারের মত পদ্মা কলেজ রোভার স্কাউটস এর সদস্যরা তিনটি বিভাগে (সিনিয়র রোভার ম্যাট, রোভার ম্যাট,এসিস্ট্যান্ট রোভার ম্যাট) ভোটাভোটিরর মাধ্যমে বেছে নিল তাদের পছন্দের প্রার্থীকে। পরাজিত প্রার্থীরা পরাজয় মেনে নিয়ে ফুলের মালা দিয়ে বিজয়ীদেরকে বরণ করে নিয়ে যেকোনো নির্বাচনের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো! ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অত্র কলেজের অধ্যক্ষ জনাব মুজিবল হায়দার বলেন- পরাজয় মেনে নিয়ে কাধে কাধ মিলিয়ে কাজ করার নামই স্কাউটস। রোভার স্কাউটসরা শুধু পদ্মা কলেজই নয়, সারা বিশ্বে মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। ভোটের উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ায় অধ্যক্ষ প্রধান নির্বাচন কমিশনার হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব আলমগীর হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার শারীরিক শিক্ষা শিক্ষক ও সিনিয়র রোভার লিডার মোল্লা এমদাদুল হক চাঁনকে ধন্যবাদ জানান। সাথে সাথে বিজয়ীদেরকে তাদের পরবর্তি দায়িত্বগুলো স্মরন করিয়ে দেন। ফলাফল ঘোষনার সাথে সাথেই কলেজ ক্যাম্পাসে আনন্দে মেতে উঠে সকল রোভার স্কাউটস। তিনটি পদেই একাধিক প্রার্থী লড়াই করে, শেষ পর্যন্ত সিনিয়র রোভার ম্যাট হিসেবে নির্বাচিত হয় বিবিএ সম্মান শ্রেনীর গাজী নাদিম মাহমুদ, রোভার ম্যাট হিসেবে নির্বাচিত হয় শাকিল হোসেন এবং রিমন পাল ,এসিস্ট্যান্ট রোভার ম্যাট হিসেবে নির্বাচিত হয় রবিন।
আপনার মতামত দিন