ঢাকার নবাবগঞ্জে অপহরণের ১০ ঘন্টা পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মো. শাহিদ মোল্লা (২৫) নামে এক যুবককে উদ্ধার করে পুলিশে দিয়েছে একদল পথচারী।
জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বান্দুরা সড়কের টিকরপুরচক এলাকার হাঁটতে যাওয়া একদল লোক কাশবন থেকে তাকে উদ্ধার করে। শাহিদ আগলা খানহাটি গ্রামের ইব্রাহিম মোল্লা ওরফে বাদশার ছেলে।
আপনার মতামত দিন