সালমান এফ রহমান আবার আওয়ামী লীগ সভানেত্রীর উপদেষ্টা হলেন

1875
বিশ্ব সেরা ধনকুবেরের তালিকায় সালমান এফ রহমান

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হয়েছেন বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সালমান এফ রহমান। রবিবার আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সালমান এফ রহমান আওয়ামী লীগ সভানেত্রীর উপদেষ্টা হিসেবে একই দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে পুনরায় এ দায়িত্বে মনোনয়ন দেয়া হলো।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। উপ-দফতর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাদের উল্লিখিত পদে মনোনয়ন দিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার সালমান এফ রহমানকে চিঠি দিয়ে বিষয়টি জানান। চিঠিতে বলা হয়, সালমান এফ রহমান তার ‘শ্রম, মেধা ও প্রজ্ঞা দিয়ে বেসরকারি খাত উন্নয়নে নতুন গতি সঞ্চারে সহায়তা করতে’ পারবেন বলে আওয়ামী লীগ আশা করছে।

২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার দোহার আসন থেকে প্রার্থী হলেও পরাজিত হয়েছিলেন সালমান। বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অনেক রাজনীতিবিদ ও ব‌্যবসায়ীর মত তাকেও কারাগারে যেতে হয়েছিল।

অন্য খবর  ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু - সালমান এফ রহমান এমপি

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা করেন সালমানকে।

আপনার মতামত দিন