দোহারে অটো চালক হত্যা

1095
নবাবগঞ্জে স্বামীকে বিষপান করিয়ে হত্যা; স্ত্রী আটক

ঢাকার দোহারের রসুলপুর এলাকায় বশির উদ্দিন (৫৫) নামে এক চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত ইজিবাইকটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ইউসুফপুরের রসুলপুর রাস্তার পাশ থেকে নিহত ওই চালকের লাশ উদ্ধার করে দোহার থানা পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত বশির উদ্দিন উপজেলার রাইপাড়া ফুলতলা গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।

রসুলপুর গ্রামবাসী অভিযোগ করে বলেন, রাত নামতেই রসুলপুর সড়কটিতে গাড়ি চলাচল অনেকটা কমে যায়। কারণ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই সড়কের দুটি কালভার্টের ওপর মাদকসেবীদের আসর জমে উঠে। তারাই মাদকের টাকা যোগাড়ের জন্য অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকে। গতকাল বৃহস্পতিবার একই এলাকা থেকে আরও একটি অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এর আগেও এখানে গোকুল নামে এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশকে একাধিকবার বলার পরও তারা বিষয়টি নজরে আনছেন না।

আপনার মতামত দিন