নবাবগঞ্জে চেতনায়-’৭১ উদ্যোগে বৃক্ষরোপণ

744
নবাবগঞ্জে চেতনায়-’৭১ উদ্যোগে বৃক্ষরোপণ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অরাজনীতিক ও সেবামূলক সংগঠন  চেতনায়-’৭১ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা রাস্তার দু’পাশ দিয়ে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হয়। সংগঠনের সভাপতি রেজাউল হক চৌধুরী রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চেতনায়-’৭১এর প্রধান উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক।

বিশেষ অতিথি ছিলেন চেতনায়-’৭১-এর পৃষ্ঠপোষক আনোয়ার হোসেন আনু, মানবেন্দ্র দত্ত, জয়কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ, বারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্ল­াহ আল-মামুন খান, বিশিষ্ট সমাজ সেবক একে বুলবুল খান। অনুষ্ঠান পরিচালনা করেন চেতনায়-’৭১-এর সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ সুমন। এ সময় উপস্থিত ছিলেন খান ইফতেখার আল-ফারুকী, মহসিন হাসান লিটু, মশিউর রহমান, রাশেদুর রহমান রিপন প্রমুখ।

আপনার মতামত দিন