‘পীর’ মতিকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা

2916
'পীর' মতিকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা

দোহারে ভন্ড পীর ‘হজ্ববাবা’ খ্যাত মতিউর রহমান মতির বিচার ও ফাসিঁর দাবীতে স্বারকলিপি প্রদান, মানববন্ধন, গণস্বাক্ষর ও আলোচনা সভা করেছে স্থানীয় ‘ইসলামী তাওহীদি জনতা’ সংগঠন। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কর্মসূচি সম্পন্ন হয়। এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করতে গেলে তিনি উপস্থিত না থাকায় তার পক্ষে স্বারকলিপি গ্রহন করেন উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) সুফিয়া আক্তার। এছাড়া স্বারকলিপি গ্রহন করেণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, তবে উপজেলা চেয়ারম্যান না থাকায় তাকে স্বারকলিপি দেওয়া হয় নি। এসময় ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ ভন্ড পীর মতির উপযুক্ত শাস্তি দাবী করে তার স্থানীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে সেখানে ইসলামিক প্রতিষ্ঠান গড়ে তুলার আহ্বান জানান।

এসময় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম তার ব্যক্তিগত তহবিল থেকে ভন্ড পীর মতিকে ধরিয়ে দিতে পারলে পুলিশ অফিসারদের ১০ হাজার টাকা এবং তার অনুসারীদের ধরিয়ে দিতে পারলে ২ হাজার টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এছাড়া যে ভন্ড পীর মতির গোপন তথ্য বা তাকে ধরিয়ে দিতে সাহায্য করবে তাকেও পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন ওসি সিরাজুল ইসলাম। তবে তথ্য দাতার নাম পরিচয় গোপন রাখা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

আপনার মতামত দিন