মেঘুলায় কালভার্ট ধসে নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার

881

ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদী ঘেঁষা একটি সড়কের কালভার্ট ধসে নিখোঁজের তিনদিন পর এক যুবকের লাশ পাওয়া গেছে। সোমবার দুপুরে পদ্মা নদীতে তার ভাসমান লাশ উদ্ধার করে এলাকাবাসী। মৃত লোকমান (২২) উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের মো. কাউছার মোড়লের ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, শনিবার লোকমানসহ তার তিন বন্ধু নদী ভাঙ্গন দেখতে গিয়ে একটি কালভার্টে বসে গল্প করছিলেন। প্রবল স্রোতের বেগে হঠাৎ কার্লভাটটি ধসে পড়ে। দোহার ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে রাফাত ও নাহিদকে মুমূর্ষূ অবস্থায় উদ্ধার করে। অভিযানে লোকমানকে খুঁজে পায়নি ডুবুরি দল।

আপনার মতামত দিন