দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সালমান এফ রহমানের ধানমন্ডির বাড়ি নিলামে ওঠাতে সোনালী ব্যাংকের নেয়া উদ্যোগ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। এ ব্যাপারে সালমান এফ রহমান বলেছেন, বাড়ি নিলামের ব্যাপারে আমরা আদালতের নিষেধাজ্ঞা পেয়েছি। আমরা খুব শিগগিরই সোনালী ব্যাংকের সঙ্গে ঋণ পরিশোধের প্রস্তাবনা নিয়ে বসবো। আমরা আশা করছি, এটা আদালতের বাইরেই নিষ্পত্তি হবে। হাইকোর্টের আদেশের বিষয়ে সালমান এফ রহমানের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট সোনালী ব্যাংকের নিলাম নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন। ফলে ব্যাংকটি এখন এ ব্যাপারে আর কোনো পদক্ষেপ নিতে পারবে না। সোনালী ব্যাংকের লোকাল অফিসের মহাব্যবস্থাপক ফণীন্দ্র ত্রিবেদীও গণমাধ্যমের কাছে হাইকোর্টের নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন।
সালমান এফ রহমানের বাড়ি নিলামের উদ্যোগ হাইকোর্টে স্থগিত
আপনার মতামত দিন