নবাবগঞ্জে জঙ্গিবাদ বিরোধী র‌্যালী ও সমাবেশ

469
নবাবগঞ্জে জঙ্গিবাদ বিরোধী র‌্যালী ও সমাবেশ

সারাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতার শক্র এদের মূলউৎপাটন করবই এই শ্লোগানকে ধারণ করে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জঙ্গিবাদ বিরোধী র‌্যালী ও সমাবেশ করেছে। গতকাল শনিবার বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এ র‌্যালী ও সমাবেশের আয়োজন করেন। উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  মো. পলাশ চৌধুরির সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  এ্যাড.  মোল্লা  মো. আবু কাউছার।

প্রধান অতিথির বক্তব্য মোল্লা  মো. আবু কাউছার বলেন,  দেশে বিএনপি ও জামায়াত এক হয়ে জঙ্গিবাদ কর্মকান্ড চালাচ্ছে তাই আমাদের সকলকে একত্রিত হয়ে তাদের মোকাবেলা করতে হবে।

এসময় উপস্থিত বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জনগুহ, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোয়াজ্জেম  হোসেন, বাংলাদেশ  আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক পনিরুজ্জামান তরুণ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের  কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল দাস, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ ঝিলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  মো. জালাল উদ্দিন , উপজেলা মহিলা ভাইস  চেয়ারম্যান এ্যাড. মরিয়ম জালাল শিমু, প্রমূখ।

আপনার মতামত দিন