ঈদে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানঃ র‍্যাব

1154

মাদকাসক্তি সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত হওয়ায় মাদকের ক্রয়বিক্রয় ব্যবহার রোধকল্পে ্যাবের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে ফলশ্রুতিতে ২৬ জুন ২০১৬ তারিখ দুপুর ১৩:০০ ঘটিকায় ্যাব১১, সিপিসি, মুন্সিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কর্র্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  মাদারীপুর জেলার শিবচর থানাধীন কালাহাজীর কান্দি মৌজাস্থ শাহীন ষ্টোর নামক দোকানের সামনে গুলিস্থান হইতে পিরোজপুরগামী ইমাদ ইন্টারপ্রাইজ নামক বাস চেক করিয়া ,৩৩০(আট হাজার তিনশত ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট মাদক বিক্রয়ের নগদ ২৮,৩০০ টাকাসহ মাদক সম্রাট আসামী মোঃ আফতাব মিয়া (৫৬), পিতামৃতমোঃ কনাই মিয়া সাংপাটঘাতী, থানাঃ টংগীবাড়ী, জেলাঃ গোপালগঞ্জকে গ্রেফতার করা হয় উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হইতে মাদক ক্রয় করে দক্ষিণ অঞ্চলে সরবরাহ,বিক্রয় করে আসিতেছে কক্সবাজারে বিভিন্ন মাদক ব্যবসায়ীর সাথে তার সম্পর্ক আছে তাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শিবচর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন

অন্য খবর  দোহারে মোবাইল কোর্ট পরিচালনা ০৫ জনের জরিমানা

মাদকাসক্তি সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত হওয়ায় মাদকের ক্রয়বিক্রয় ব্যবহার রোধকল্পে ্যাবের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে ফলশ্রুতিতে ২৬ জুন ২০১৬ তারিখ দুপুর ১৩:০০ ঘটিকায় ্যাব১১, সিপিসি, মুন্সিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কর্র্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  মাদারীপুর জেলার শিবচর থানাধীন কালাহাজীর কান্দি মৌজাস্থ শাহীন ষ্টোর নামক দোকানের সামনে গুলিস্থান হইতে পিরোজপুরগামী ইমাদ ইন্টারপ্রাইজ নামক বাস চেক করিয়া ,৩৩০(আট হাজার তিনশত ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট মাদক বিক্রয়ের নগদ ২৮,৩০০ টাকাসহ মাদক সম্রাট আসামী মোঃ আফতাব মিয়া (৫৬), পিতামৃতমোঃ কনাই মিয়া সাংপাটঘাতী, থানাঃ টংগীবাড়ী, জেলাঃ গোপালগঞ্জকে গ্রেফতার করা হয় উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হইতে মাদক ক্রয় করে দক্ষিণ অঞ্চলে সরবরাহ,বিক্রয় করে আসিতেছে কক্সবাজারে বিভিন্ন মাদক ব্যবসায়ীর সাথে তার সম্পর্ক আছে তাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শিবচর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন

আপনার মতামত দিন