বাহ্রায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬

964

নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৬ জন আহত হয়েছেন। গত রোববার বিকালে পরাজিত চেয়ারম্যান প্রার্থী সুবেদুজ্জামানের সমর্থকদের হামলায় পান-সিগারেট বিক্রেতা তাজুল ইসলাম আহত হন।

সন্ধ্যার দিকে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী আব্দুর রহমান লেবনের সমর্থকদের হামলায় রতন, জুয়েল ওরফে পল্টু , মো. জহির উদ্দিন ধলু, হাসানসহ ৫ জন আহত হয়। আহতদের নবাবগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত রোববার বিকাল ৫টায় বাহ্রা ইউনিয়নের দক্ষিণ চৌকিঘাটা গ্রামে পরাজিত মেম্বার প্রার্থী লেবনের সমর্থকরা স্বশস্ত্র হামলা চালালে বিজয়ী প্রার্থী শিকিম আলী মেম্বারের ৫ সমর্থক আহত হয়।

অপরদিকে, সন্ধ্যার দিকে বাহ্রার কোমরগঞ্জ বটতলা এলাকায় পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুবেদুজ্জমানের সমর্থকদের হাতুড়ির পিটুনীতে বিজয়ী চেয়ারম্যান আ.লীগ প্রার্থী সাফিল উদ্দিন সমর্থক তাজুল ইসলাম আহত হন। আহতদের নবাবগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নবাবগঞ্জ থানার পরিদর্শক তদন্ত একেএম শামীম হাসান বলেন, দুটি ঘটনায় থানায় পৃথক অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন