দোহারে নির্বাহী কর্মকর্তাকে বিদায় জানাল উপজেলা প্রশাসন

1281
দোহারে নির্বাহী কর্মকর্তাকে বিদায় জানাল উপজেলা প্রশাসন

ঢাকার দোহারে বিদায়ী নির্বাহী কর্মকর্তা নূরুল করিম ভূইয়াকে বিদায় সংবর্ধনা দিল দোহার উপজেলা পরিষদ।রবিবার দুপুর ২ টা ৩০ মিনিটে দোহার উপজেলা সভা কক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করে দোহার উপজেলা পরিষদ।দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে উক্ত সভায়  উপস্থিত ছিলেন দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ,সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শিলা,দোহার থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জসিম উদ্দিন,নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহাম্মেদ হান্নান,বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা,কুসুমহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব দোহারী,উপজেলার সকল বিভাগের কর্মকর্তা এবংকর্মচারীবৃন্দ এবং দোহার প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।

দোহারে নির্বাহী কর্মকর্তাকে বিদায় জানাল উপজেলা প্রশাসন

এসময় বক্তারা বলেন,’’আমাদের ইউ এন ও মহোদয় অনেক ভাল একজন মানুষ।তিনি দোহারে আসার পর থেকে নানা ভাবে আমাদের দোহারের উন্নয়নের জন্য কাজ করে গেছেন।তিনি চেষ্টা করেছেন দোহারকে সারা বাংলাদেশের মধ্যে মাদক এবং সন্ত্রাসমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য।সরকারি নিয়মনুযায়ী তিনি বদলি হচ্ছেন ঠিকই কিন্তু তার কাজের জন্য দোহারবাসী তাকে আজীবন মনে রাখবে ’’।

বিদায়ী অতিথির বক্ত্যবে নূরুল করিম ভুঁইয়া বলেন,’’আজ থেকে ২ বছর ১ মাস ১৫ দিন আগে আমি এই উপজেলায় এসেছিলাম দোহারের দায়িত্ব নিয়ে।আজ চলে যাচ্ছি তবে দোহার বাসীর কথা আমি সারা জীবন মনে রাখবো । এখানকার মানুষের অনেক ভালবাসা পেয়েছি আমি,পেয়েছি অনেক দোয়া,যা পরর্বতীতে আমার কাজে লাগবে।এই দুই বছরে আমি  সর্বোচ্চ চেষ্টা করেছি দোহারের উন্নয়ন করার জন্য।আমার কোন আচরনে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন।আমি আশা করি পরবর্তী ইউএনও মহোদয়ও দোহারের উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করবেন।’’

অন্য খবর  জয়পাড়া থেকে ইয়াবা ও হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

দোহারে নির্বাহী কর্মকর্তাকে বিদায় জানাল উপজেলা প্রশাসন

পরে বিদায়ী ইউ এন ও কে ফুলের তোড়া এবং মেডেল দিয়ে শুভেচ্ছা জানান নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

আপনার মতামত দিন