ফাল্গুনের শুরুতেই কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার অন্তত ১০টি গ্রাম। এতে ৬ ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটে পড়ে দোহার নবাবগঞ্জবাসী। আহত হয়েছে অন্তত ১০ ব্যাক্তি।
আহতরা হলেন- কুলসুম বেগম, সাব্বির হোসেন, জালাল পাঠান, শিক্ষক তাইপুর রহমান, সিএনজি চালক আলমগীর। তাদের বাড়ি উপজেলার পশ্চিম চুড়াইন ও বেনুখালী গ্রামে।
বেলা পৌনে ১১টার দিকে আকস্মিক কাল বৈশাখী ঝড় আঘাত হানে। এতে উপজেলার পশ্চিম চুড়াইন, দক্ষিণ চুড়াইন, খাহ্রা, আকারবাগ, চরচরিয়া, বেনুখালী, দৌলতপুর, নিকড়া, সুতারপাড়াসহ ১০ গ্রামে গাছপালা ভেঙে পড়ে দেড় শতাধিক বসত ঘর, শিক্ষা প্রতিষ্ঠানসহ আবাদি জমির ফসল নষ্ট হয়ে গেছে।
বৈদ্যুতিক খুঁটিতে গাছ পড়ে অন্তত ১৬টি খুঁটি ভেঙ্গে পড়েছে। ছিড়ে গেছে মূল সংযোগ। এতে দোহার ও নবাবগঞ্জ উপজেলাসহ আশাপাশের এলাকায় ৬ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে।
ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম মো. আবুল বাসার বলেন, ঝড়ে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার এলাকার ৩৪টি খুঁটি ভেঙে গেছে। ইতিমধ্যে বেশকিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়েছে। আগামীকালের মাধ্যে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।