ফের মোটরবাইক দুর্ঘটনা, নিহত ১

391

শামীম আরমান, নিউজ ৩৯ : শুক্রবার বিকাল ৪ টায় এক সড়ক দুর্ঘটনায় দোহার থানার নারিশা পশ্চিম চর এলাকায়  এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম রুবেল(২৮)। তার বাড়ী নারিশা পশ্চিম চরে। কিছু দিন পূর্বে সিঙ্গাপুর থেকে ছুটি কাটাতে এসে তার এই মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা যায় ঢাকা- দোহার সড়কে বিপরীত দিক হতে বেপরোয়া গতিতে  ধাবমান দুটি মোটরবাইকের সামনাসামনি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে একজন আরোহী সহ ৩ জন পথচারী মারাত্মক আহত হন। আহতদের চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

প্রতিদিনই দোহার- নবাবগঞ্জে মোটর বাইকের তীব্র গতির জন্য ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং গড়ে প্রতিমাসে ১ জন করে মারা যাচ্ছে। ট্রাফিক আইন মেনে না চলা, প্রশাসনের নজরদারিতার অভাব ও ওভার টেকিং মানসিকতা এজন্য দায়ী বলে পথচারীরা মনে করেন।   

আপনার মতামত দিন