নবাবগঞ্জে তুচ্ছ ঘটনায় হামলায় আহত

475

নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নে তুচ্ছ ঘঠনাকে কেন্দ্র করে হরিস্কুল গ্রামের মৃত-রশিক কির্তনীয়া ছেলে শ্রী সুকুমার কির্তনীয়ার উপর হামলা চালিয়েছে স্থানীয় রনজিত কির্তনীয়া, নিমাই কির্তনীয়া, প্রসেনজিত কির্তনীয়া, মহারাজ কির্তনীয়াসহ বেশ কয়েক জন।

এলাকাবাসী জানায়, গত ১৭ ই নবেম্বর দুপুরে সুকুমার কির্তনীয়া হরিস্কুল বাজার থেকে তার বাড়িতে যাওয়ার সময় সুবর্না মেম্বারের বাড়ির কাছে রাস্তায় সে কিছু বুঝে উঠার আগেই হঠাৎ পেছন থেকে কিছু লোকজন তার উপর হামলা করে এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে এসময় স্থানীয় অধিবাসীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে সুকুমারের স্বজনরা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বজনরা জানান।

এ বিষয়ে নবাবগঞ্জ থানা একটি অভিযোগ করা হয়েছে বলে জানান সুকুমারের স্বজনরা।

আপনার মতামত দিন