কৈলাইলে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ; র‌্যাবের অভিযানে টেঁটা জুতি রামদা উদ্ধার

851

নবাবগঞ্জ উপজেলার মাশাইল বড় জামে মসজিদের কমিটি গঠন নিয়ে লতিফ ডিলার ও নুর রহমান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার সকালে দুপক্ষের এ সংঘর্ষের পর র‌্যাব পুলিশের একটি দল অভিযান চালায়। আইনশৃংখলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্র ফেলে পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের ফেলে যাওয়া টেঁটা জুতিসহ ধারালো অস্ত্র উদ্ধার করে র‌্যাব। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৈলাইল ইউনিয়নের মাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১১ জানায়, ২৬ অক্টোবর মাশাইল বড় জামে মসজিদের কমিটি নিয়ে স্থানীয় নূর রহমানের সঙ্গে লতিফ ডিলারের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ২ নভেম্বর দুপুরে লতিফ ডিলারের নেতৃত্বে তার লোকজন নিয়ে নূর রহমান ও তার ভাই জাকির হোসেনকে রাম দা দিয়ে কুপিয়ে আহত করে। তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। এর প্রতিবাদ করায় নূর রহমানের ভাতিজা স্বপন বেপারিকে টেঁটাবিদ্ধ করা হয়। এসব ঘটনায় লতিফ ডিলার,সবুজ খান ও দীন ইসলামসহ ১৭ জনের নামে নবাবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়।

আপনার মতামত দিন