নবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

248

ঢাকা জেলার নবাবগঞ্জ, দোহার, কেরানীগঞ্জ, সাভার, ধামরাই উপজেলা নিয়ে চলছে ঢাকা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এরই অংশ হিসেবে সোমবার বিকালে ঢাকার নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল নবাবগঞ্জ উপজেলা একাদশ ও কেরানীগঞ্জ উপজেলা একাদশের মধ্যকার ফুটবল ম্যাচ। এতে নবাবগঞ্জ উপজেলা ১-০ গোলে কেরানীগঞ্জকে হারায়।

খেলায় শত শত দর্শকের উপস্থিতিতে এক প্রাণবন্ত রূপ নেয়। এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আহসান, ঢাকা জেলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান আবদুর রহিম, সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস নবী, যুগ্ম সাধারণ সম্পাদক খবির উদ্দিন মৃধা, কেরানীগঞ্জ ক্রীড়া সাধারণ সম্পাদক জাকির আহমেদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, যমুনা গ্রুপের পরিচালক মো. সোহরাব উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ব্যারিস্টার এনায়েত বাতেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন রহমান আকবর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, ওসি সায়েদুর রহমান, অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, জাতীয় পার্টি নেতা জুয়েল আহমেদ ও আবদুল মজিদ। 

নবাবগঞ্জের পরবর্তী ম্যাচ ১০ সেপ্টেম্বর ধামরাইয়ের সঙ্গে ধামরাই মাঠে অনুষ্ঠিত হবে।

আপনার মতামত দিন