মালিকান্দায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

322

ঢাকার দোহার উপজেলায় ১০ কেজি গাঁজাসহ রুবেল মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। রোববার রাত সাড়ে ৯টার দিকে দোহার উপজেলার মালিকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কুমিল্লার সদর উপজেলার বাগিচাগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার মালিকান্দা এলাকায় মাদক বেচাকেনার খবর পেয়ে র‌্যাব-১১ মুন্সীগঞ্জ ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি মো. মাসুদ আনোয়ারের নেতৃত্বে এক দল র‌্যাব সদস্য অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে রুবেল মিয়া নামে মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে রাতেই তাকে দোহার থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে দোহার থানায় ওই মাদকনিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে

আপনার মতামত দিন