ভোট কেনার অভিযোগে বিএনপির ৩ কর্মী আটক

307

ঢাকার দোহারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ভুলুর পক্ষে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

দোহার থানা পুলিশ জানায়, দোহারের বউ বাজার এলাকায় গরিব ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় বাবু, সালাম ও লিয়াকত নামে তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, বিএনপি সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলাম ভুলুর পক্ষে ভোট কেনার জন্য তারা টাকা বিতরণ করছিলেন। এ ব্যাপারে বিস্তারিত তদন্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দোহার উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে ২১ সেপ্টেম্বর।

আপনার মতামত দিন