শ্রীনগরে আরামের আবার দুর্ঘটনা

501

বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আজ সকাল দশটায় কামারগাঁও খান বাড়ি সংলগ্ন একটি স্থানে দুর্ঘটনার কবলে পড়েছে দোহার-ঢাকা রোডে চলাচলকারী আরাম পরিবহনের একটি গাড়ি। ঘটনাস্থল থেকে জানা যায় নগর গাড়ির সাথে রাস্তা ক্রসিং এর সময় এ দুর্ঘটনা ঘটে, তবে তেমন কোন ক্ষতি হয় নি।

প্রতিদিন বুড়িগঙ্গার ওপর স্থাপিত বাবুবাজার ও পোস্তগোলা চীন-বাংলা মৈত্রী সেতু দুটির ওপর দিয়ে হাজারো যানবাহন ঢাকা-দোহার, ঢাকা-নবাবগঞ্জ-দোহার-শ্রীনগর-ঢাকার পথে আসা যাওয়া করে থাকে। যাত্রীবাস, মালামাল বহনে অসংখ্য ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচলে যানজট লেগেই থাকে।  সড়কটির অংশ বিশেষ জরুরী সংস্কার প্রয়োজন। শ্রীনগর পথে বাঘড়া পর্যন্ত ৩০ কিলোমিটার রাস্তার বেহাল দশা। চলাচলের অযোগ্য হয়ে প্রতিদিন একাধিক দুর্ঘটনা ঘটছে, লোক মারা যাচ্ছে। জানমালের ক্ষতিসহ যানবাহনেরও ক্ষতি হচ্ছে, চরম দুঃখ-দুর্দশা ভোগ করছে। যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

আপনার মতামত দিন