নবাবগঞ্জে প্যারাগন হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

331

নবাবগঞ্জ, দোহার, শ্রীনগর, সিরাজদিখান, কেরানীগঞ্জ, সিংগাইর ও হরিরামপুর এলাকাবাসীর জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয়ে ব্যক্ত করে নবাবগঞ্জ উপজেলা সদরে উদ্বোধন করা হয়েছে প্যারাগন হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার। রোগীদের উন্নত মানের সেবায় অত্যাধুনিক ডিজিটাল মেশিনের সমন্বয়ে হাসপাতালটি যাত্রা শুরু করছে বলে মালিকপক্ষ জানান। শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন কাশিমপুর এলাকায় একটি ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক রইস উদ্দিন। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম জরুরি কাজে বিদেশ থাকায় অনুষ্ঠানের বিশেষ অতিথি নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক প্রধান অতিথির স্থলাভিষিক্ত হন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মরিয়ম জালাল শিমু, ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সুরুজ আলম, দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) একেএম শামীম হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার প্রমুখ।

আপনার মতামত দিন