বকুল হত্যা মামলার মুল আসামী গ্রেফতার

528

দোহারের রাইপাড়া ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন হওয়া বকুল হত্যা কান্ডের মূল আসামী রাসেলকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। বৃহস্পতিবার নিম্ন আদালতে জামিন আবেদন করতে গেলে তাকে গ্রেফতার করে দোহার থানা পুলিশের কাছে সোপর্দ করে আদালত। তবে মামলার অন্যতম আসামী রাকিব এখনও পলাতক আছে। 

মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা দোহার থানা এস আই শফিকুল ইসলাম সুমন জানান, আসামী নিম্ন আদালতে জামিন আবেদন করলে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে আসামী বকুল প্রত্যক্ষভাবে খুনের সাথে জড়িত থাকার কথা আদালতের কাছে স্বীকার করেছে বলে জানিয়েছে। 

আপনার মতামত দিন