নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জের সাদাপুর গ্রামে রোকেয়া বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে স্বামী বোরহান শিকদার ও ছেলে ফারুক হোসেন। সোমবার ১৬৪ ধারায় এ জবানবন্দি দেয় তারা। রোববার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, সম্প্রতি বোরহান শিকদারের ব্যবসার চার লাখ টাকা ঋণ পরিশোধ করতে বাবার বাড়ির চার শতাংশ জমি বিক্রি করে স্ত্রী রোকেয়া বেগম। ওই নারীর মেজো ছেলে সৌদি প্রবাসী সুমন পাঁচ লাখ টাকায় মায়ের কাছ থেকে জমিটি কেনে।
এতে স্বামী বোরহানের ঈর্ষা হয়। কারণ ওই সম্পত্তি থেকে তিনি ও তার অন্য ছেলেরা বঞ্চিত হবেন। সম্পত্তির জন্য ছোট ছেলেকে নিয়ে রোকেয়াকে হত্যার পরিকল্পনা করে স্বামী। ২৫ আগস্ট রাত ১২টার দিকে পরিকল্পনামাফিক ছোট ছেলে ফারুক হোসেন তার মাকে চাকু দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।