জয়পাড়া কলেজ ও তোফাজ্জল হোসেন কলেজে শিক্ষক নিয়োগ

1059

নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জের শিকারীপাড়ার তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে ও দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ও সরকারি বিধি মোতাবেক শিক্ষক নিয়োগ করা হবে।

তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে স্নাতক (সম্মান) শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়সমূহে সৃষ্ট পদে ৫ জন করে প্রভাষক নিয়োগ করা হবে। ছবি, মোবাইল নম্বর ও প্রয়োজনীয় সনদের কপি নিবন্ধনসহ আগামী ১০/০৯/২০১৫ইং তারিখের মধ্যে আবেদনপত্র প্রিন্সিপাল বরাবর পৌঁছাতে বলা হয়েছে। প্রয়োজনে কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগের জন্য ফোন নাম্বার -০১৯৮২৪৮৮৬৩০ (অফিস)।

জয়পাড়া কলেজে অনার্স কোর্সে পাঠদানের জন্য রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ের ০৫ জন করে প্রভাষক নিয়োগ করা হবে। শতভাগ বেতন ভাতা কলেজ থেকে প্রদান করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবরে আবেদন পৌঁছাতে বলা হয়েছে। পূর্বে আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেই বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। 

আপনার মতামত দিন