নবাবগঞ্জে ৭৮৯ ক্যান বিয়ারসহ আটক ৩

210

নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জে ৭৮৯ ক্যান অ্যালকোহলযুক্ত অবৈধ বিয়ারসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব-১১। আটককৃতরা হলেন- উপজেলার সিংজোড় গ্রামের মো. আলাউদ্দিন আহম্মেদের ছেলে মো. সালাউদ্দিন আহম্মেদ, শোল্লা গ্রামের রমেশ কুমার সরকারের ছেলে প্রদীপ কুমার সরকার ও একই গ্রামের হযরত আলীর ছেলে দুলাল। 

সোমবার দুপুরের দিকে উপজেলার শোল্লা এলাকা থেকে ওই তিন যুবককে আটক করা হয় বলে র‌্যাব-১১ মুন্সীগঞ্জ ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মাসুদ আনোয়ার জানিয়েছেন। তিনি জানান, ওই তিন যুবকসহ তাদের মূল হোতা সারোয়ার নামের আরও এক যুবক এই অবৈধ ব্যবসায় দীর্ঘদিন ধরে জড়িত বলে এলাকাবাসী অভিযোগ করেন। সোমবার দুপুরে গোপন সংবাদ পেয়ে শোল্লা বাজারের পাশে সালাউদ্দিনের ভাড়া দোকানে অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করা হয় এবং মূল ব্যবসায়ী সারোয়ার পালিয়ে যায়।

আপনার মতামত দিন