জনসচেতনতায় নবাবগঞ্জ থানার ওসির উদ্যোগ

320

নিউজ৩৯♦ “আমি সচেতন হলে সমাজ সচেতন হবে” এই স্লোগানকে সামনে রেখে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদে মসজিদে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান। এরই ধারাবাহিকতায় ২১ আগস্ট শুক্রবার নবাবগঞ্জের যন্ত্রাইল মসজিদে খুতবা পাঠের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন নবাবগঞ্জ থানা ওসি। 

আর নবাবগঞ্জ থানার এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন নবাবগঞ্জ উপজেলার সুশিল সমাজ। তারা এই কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান এবং সামাজিক অবক্ষয় রধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহবান জানান। তাছাড়া শুধু মসজিদ কেন্দ্রীক না থেকে অন্য ধরমালম্বীদের সচেতন করতে মন্দির ও গির্জাতেও এই কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানানো হয়। 

জানা যায়, পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশে উপজেলার প্রতিটি মসজিদে এ সচেতনতামুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে নবাবগঞ্জ উপজেলা পুলিশ। 

আপনার মতামত দিন