বঙ্গবন্ধু হত্যার হুকুম দাতাদের বিচার করা হবে

253

নিউজ৩৯♦ বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা হয়েছে কিন্তু হুকুম দাতাদের বিচার করা হয়নি। আগামীতে বঙ্গবন্ধুর হত্যার হুকুমকারীদের চিহ্নিত করে বিচার করা হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক। শুক্রবার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন।

উপস্থিত ছিলেন সাবেক গণপরিষদ সদস্য সুবিদ আলী টিপু, সাবেক সংসদ সদস্য খন্দকার হারুন উর রশীদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সুরুজ আলম সুরুজ, ঢাকা মহানগর (দ:) কৃষকলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি নির্মলরঞ্জন গুহ, আওয়ামী লীগ নেতা কাজী শওকত হোসেন শাহীন প্রমুখ।

আপনার মতামত দিন