দোহারে ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

255

নিউজ৩৯♦ ঢাকার দোহার উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ছিল মঙ্গলবার। এদিন চারজন প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলমগীর হোসেন, বিএনপি সমর্থিত সিরাজুল ইসলাম ভুলু, মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা ও মেহবুব কবির মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি নির্মল রঞ্জন গুহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম ও সংগঠনের নেতাকর্মীরা। 

অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভুলুর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনএর (বাংলাদেশ জাতীয়তাবাদী জোট) চেয়ারম্যান সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। অবশ্য এ সময় বিএনপির উপজেলা সভাপতি ও অঙ্গসংগঠনের কাউকে দেখা যায়নি।

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, চেয়ারম্যান পদে উপনির্বাচনে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

আপনার মতামত দিন